1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ   সরকারি অর্থায়নে ৬ লেনের রাস্তা ও চীন সরকারের অর্থায়নে ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি বরিশালবাসীর

নান্দাইলে স্বাক্ষর জালিয়াতী ও ভূয়া ভাউচারে প্রাথমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাত

  • প্রকাশিত: শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ১৩৯ বার শেয়ার করা হয়েছে।

মো: শাহজাহান ফকির স্টাফ রিপোর্টার

নান্দাইলে স্বাক্ষর জালিয়াতী ও ভূয়া ভাউচারে প্রাথমিক বিদ্যালয়ের অর্থ আত্মসাত প্রধান শিক্ষকের নাম্বারে যায় উপবৃত্তির টাকা।

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৪৪নং সুরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্যের স্বাক্ষর জালিয়াতীর মাধ্যমে ভূয়া ভাউচার তৈরী করে সরকারি অর্থ আত্মসাত করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ছাত্র-ছাত্রীদের উপ-বৃত্তির টাকার মোবাইল একাউন্ট নাম্বারে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিজ মোবাইল নাম্বার ব্যবহার করে উপবৃত্তির টাকা আত্মসাত করে যাচ্ছেন।

এমনি অভিযোগ উঠেছে সুরাশ্রম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলামের বিরুদ্ধে। অত্র বিদ্যালয়ের শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের উন্নয়নের স্বার্থে সরজমিন তদন্তপূর্বক প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অভিভাবক সদস্য মো. আব্দুল কদ্দুছ সংশ্লিষ্ট প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ প্রেরণ করেন। গত ১৫ জুলাই/২৪ইং তারিখের ম্যানেজিং কমিটির সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম কর্তৃক বিভিন্ন ধরনের অনিয়ম-দূর্নীতি পরিলক্ষিত হয়েছে বলে ম্যানেজিং কমিটির সদস্যরা জানতে পেরেছেন। উক্ত বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমের জন্য সরকারি অনুদান বাবাদ স্লিপের টাকা, রুটিন মেইনটেইন্সের টাকা সহ বিভিন্ন সময়ে আসা সরকারি অর্থ অত্র বিদ্যালয়ের উন্নয়ন কার্যক্রমে ব্যয় না করে রেজিউলেশন খাতায় ম্যানেজিং কমিটির একাধিক সদস্যের স্বাক্ষর জাল করে এবং ভূয়া ভাউচার তৈরী করে সমস্ত অর্থ আত্মসাত করেছেন।

এছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া বিদ্যালয়ে ব্যবহৃত স্টিলের আলমারি বিক্রির টাকা ও শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা প্রধান শিক্ষক তাঁর নিজস্ব মোবাইল নাম্বার ব্যবহার করে (০১৯২৫-১০৩৭১২) ব্যবহার করে টাকা উত্তোলন করে আত্মসাত করেছেন বলে শিক্ষার্থীর অভিভাবক সহ ম্যানেজিং কমিটির সহ-সভাপতি ইউপি সদস্য আমিনুল ইসলাম ও সদস্য আ: কদ্দুছ জানান। এ বিষয়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছফিউল হক নিয়োগী উক্ত প্রধান শিক্ষক শিক্ষার্থীর উপ-বৃত্তির টাকা নিজ মোবাইল নাম্বার ব্যবহার করেছেন এবং শিক্ষার্থীর টাকা নিয়ে অভিভাবকদেরকে ঘুরানোর বিষয়টি শিকার করে বলেন, প্রধান শিক্ষক তাঁর নিজ মনগড়া কাজ করেন, এখানে কাহারও কোন জিজ্ঞাসাবাদের প্রয়োনবোধ মনে করেন না। আলমারি বিক্রির বিষয়টিও আমাদেরকে জানাননি। তিনি রেজিউলিশন খাতা নিয়ে আসেন আমি স্বাক্ষর দিয়ে দিছি। এর বেশি কিছু আমি জানিনা। অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি দশ মিনিট পরে কল বেক করবেন বলে কল কেটে দিয়ে ফোন বন্ধ করে দেন। নান্দাইল উপজেলা শিক্ষা অফিসার ফজিলাতুন্নেছা বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তমূলে ব্যবস্থা নেওয়া হবে।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি