1. admin@alokitoshomachar.com : sh@admin :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০৯:৩৯ অপরাহ্ন
শিরোনাম:
কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ   সরকারি অর্থায়নে ৬ লেনের রাস্তা ও চীন সরকারের অর্থায়নে ১টি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের দাবি বরিশালবাসীর কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কিশোরগঞ্জ জেলা শাখা

পাকিস্তানি সমর্থকদের যে বার্তা দিলেন শাহিন আফ্রিদি

  • প্রকাশিত: শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ১৫২ বার শেয়ার করা হয়েছে।

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অন্যতম ফেভারিট হিসেবেই অংশগ্রহণ করেছিল পাকিস্তান। কিন্তু দুঃখজনকভাবে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে ২০০৯ সালের চ্যাম্পিয়নদের। দলের এমন খারাপ সময়ে সমর্থকদের পাশে চান পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদি।

টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচ জিতে ভারত ও যুক্তরাষ্ট্রের কাছে হেরে শুরুতেই ব্যাকফুটে চলে যায় পাকিস্তান। এরপর কানাডাকে উড়িয়ে যুক্তরাষ্ট্র-আয়ারল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে ছিল বাবর-রিজওয়ানরা।

কিন্তু এই ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় কপাল পুড়েছে পাকিস্তানের। নিজেদের শেষ ম্যাচ জিতলেও লাভ হবে না তাদের। গত আসরের রানার্স আপ দলটি এবার এক ম্যাচ হাতে রেখেই গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে।

এতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে পাকিস্তানি ক্রিকেটারদের ধুয়ে দিচ্ছেন সমর্থক থেকে শুরু করে সাবেক ক্রিকেটাররা। সমর্থকদের মধ্যে অনেকেই পাকিস্তানকে ‘গলির দল’ বলেও কটাক্ষ করছেন। মানসিকভাবে ভেঙে পড়েছেন পাকিস্তানি ক্রিকেটাররাও।

তবে এমন কঠিন সময়ে সমর্থকদের কাছ থেকে সমর্থন চান শাহিন শাহ আফ্রিদি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভালো সময়ে সবাই সমর্থন করে, কিন্তু সমর্থকদের অবশ্যই দলের কঠিন সময়ে পাশে থাকতে হবে। আমরা কোনো গলির দল নই। এটা পাকিস্তান দল। এই দলকে সমর্থন না করতে পারলে আমি মিডিয়ার মতোই।

এবারের বিশ্বকাপে বল হাতে সেইভাবে আগুন ঝরাতে পারেননি শাহিন শাহ আফ্রিদি। ৩ ম্যাচে শিকার করেছেন মাত্র ২ উইকেট। খরচের পাল্লাটাও ভারী। তাই দলের এমন খারাপ অবস্থার জন্য শাহিনকে দায়ী করেছেন অনেকেই।

এ নিয়ে পাকে পেসার বলেন, আমি আগের মতোই ১৩৬-১৪০ কিলোমিটার গতিতে বল করছি। উইকেট পেলে সবাই ভালো বলে, না পেলেই নেতিবাচক কথাবার্তা বলে।

 

 

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি