1. admin@alokitoshomachar.com : sh@admin :
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ভাল কিছু করতে গেলেই হয়রানি করা হয়: সেলিম প্রধান ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে সেচ্ছাসেবক দলের বিক্ষোভ সমাবেশ কিশোরগঞ্জ শ্রমিক অধিকার পরিষদের আনন্দ র‌্যালী  এডিবির ফসিল ফুয়েল বিনিয়োগের বিরুদ্ধে ময়মনসিংহে নাগরিক প্রতিবাদ পাকুন্দিয়ায় প্রশিক্ষণ সুদমুক্ত ঋণ বিতরণ ময়মনসিংহে নবায়নযোগ্য শক্তির নীতিমালা সংস্কারের দাবীতে মানববন্ধন ডিমলায় সাবেক সাংসদ তুহিনের মুক্তির দাবিতে বিক্ষোভ দুই মামলায় আত্মসমর্পণ করলেন তারেক রহমানের খালাতো ভাই তুহিন কিশোরগঞ্জ সদর সাব-রেজিস্ট্রি অফিসে গত ২ দিন যাবত বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রির কার্যক্রম নান্দাইলে পারিবারিক পুষ্টি বাগান প্রদর্শনীর উপকরণ বিতরণ  

ভৈরব মাতালেন ডায়াফেরা” সেবনে ডায়াবেটিস ভালো হয় শীর্ষক ফর্মুলার আবিষ্কারক পুষ্টিবিদ মোঃ সোলায়মান হোসেন।

  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১০০ বার শেয়ার করা হয়েছে।

মোঃ ছাবির উদ্দিন রাজু ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ

গত ১১ জুলাই বৃহস্প্রতিবার বাদ আসর ভৈরব সেইফ হেলথ্ প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট এন্ড দাতব্য হাসপাতালে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ ছাবির উদ্দিন রাজুর সভাপতিত্বে ডায়াবেটিস ভালো হয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপস্থিত রোগিগণ বলেন,ডায়াবেটিস একটি অনিরাময় ও বিরক্তিকর রোগ যার পরিণতি খুবই ভয়াবহ অথচ আজ পর্যন্ত ডায়াবেটিসের স্থায়ী সুস্থতার কোন নিয়ামক আবিষ্কার হয়েছে বলে আমরা শুনিনি। আমাদের মাঝে আশার আলো দিয়ে সেই স্থান জয় করেছেন প্রখ্যাত পুষ্টিবিদ মোঃ সোলাইমান হোসেন।

, “ডায়াফেরা” সেবনে ডায়াবেটিস ভাল হয় বলে ভৈরব বাসীকে অবাক করলেন পুষ্টিবিদ সোলাইমান হোসেন,তিনি বলেন মুখের ভিতর গাঁ হলে আমরা ঔষধ না খেয়ে ভিটামিন সি খায় তাতে মুখের অংশ বা সেল / বিটা কোষ ভালো হয়,ডায়া ফেরা ঐ সকল উদ্ভিত পণ্য দ্বারা তৈরী যা প্রাকৃতিক উপায়ে প্যানক্রিয়াস এর বিটা কোষ/ সেল কে শতভাগ সুস্থ করার মাধ্যমে রক্তে ইনসুলিন সরবারাহ স্বাভাবিক রাখিয়ে আস্তে আস্তে রোগীকে সুস্থ্য করে তুলে ।

ডায়াবেটিস ভালো হয় শীর্ষক ফর্মুলার আবিষ্কারক একাধিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান পুষ্টিবিদ মোঃ সোলায়মান হোসেন আরো বলেন বাংলাদেশে প্রতি ৯ জনে একজন ডায়াবেটিস রোগী, এক কোটি 30 লক্ষ লোক ডায়াবেটিসে আক্রান্ত, তাদেরকে সেবা দিয়ে ভালো ইনকাম করাও সম্ভব, এতে করে অনেক লোক খেঠে খেতে পারবে, তাই ওয়েলনেস এগ্রো ফুড এন্ড কসমেটিকস লিঃ এর ছায়াতলে সকলকে আসার আহ্বান জানান ।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়েলনেস এর ভৈরব উপজেলা ডিলার ও ছাত্র নেতা ডাঃ মোঃ জালাল উদ্দিন, হোমিও চিকিৎসক মোছাঃ সেতারা বেগম,ডাঃ মুখলেছুর রহমান সেলিম, শ্রমিক নেতা শরীফ আহমেদ, এন কে সোহেল,বেলাব উপজেলার ডিলার মোসাম্মৎ শরিফা আক্তার,মৌসুমি আক্তার,মালা আক্তার, স্বাস্থ্য সচেতন ব্যক্তি, সমাজ হিতৈষী, ব্যবসায়ী, ছাত্র-শিক্ষক ও ডায়াবেটিকস রোগীগণসহ আরো অনেকে।

অনুষ্ঠানের শেষের দিগে অনেকে পুষ্টিবিদের কাছ থেকে ডায়াফেরা ও তাবারক গ্রহন করেন,সভাপতি সকল কে আগামী সিমিনারে অংশ গ্রহন করার আহবান সহ ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করেন।

আপডেট সংবাদ পেতে আলোকিত সমাচার পড়ুন, সংবাদটি শেয়ার করে সাথে থাকুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
কারিগরি সহযোগিতায়: জাগো হোষ্টার বিডি